কুষ্টিয়ায় ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কু‌ষ্টিয়ায় সংবাদ সংগ্রহ কর‌তে যাওয়‌া তিন সাংবা‌দিক‌ের ওপর মাদক সন্ত্রাসীদের হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে আগামিকাল ২৪ ফেব্রুয়ারি বিএমএসএফ জাতীয় পরিষদ নেতা খায়ের হোসেনের নেতৃত্বে একটি টিম কুষ্টিয়ায় যাচ্ছেন।

হামলায় এসএ টিভি ও বাসসের নুর আলম দুলাল, ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সম্পাদক হাবিব রহমান ও ডেইলী সানের রেজাউল করিম রেজা গুরুতর আহত হন।

২২ ফেব্রুয়ারি রাত ৯টায় পেশাগত দায়িত্বপালন শেষে ফেরার পর রাজারহাট নামক স্থানে মাদক সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্বার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর কুষ্টিয়ায় ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশে সাংবাদিক সুরক্ষায় কোন আইন না থাকাকে দায়ী করেন।

দেশে সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নে বিএমএসএফ’র পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে জনমত গড়ে তুলতে আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.