খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগের বিরুদ্ধে পদোন্নতি বানিজ্যের অভিযোগ

অপরাধ

নিরাপত্তা প্রহরী/এটেন্ডার/হেলপার পদ হতে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি আদেশ।

বিশেষ প্রতিবেদক :
খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী ১০ (দশ) বছর পূর্তিতে নিরাপত্তা প্রহরী/এটেন্ডার/হেলপার পদ হতে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে পদোন্নতির বিধান রয়েছে। এবং নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা ২০১১ এর পদোন্নতি প্রদানের শর্তাবলীঃ ১০(১) এ স্পষ্টভাবে বলা রয়েছে জেষ্ঠতার তালিকা অনুসরণ ব্যতীত কোন রুপ পদোন্নতি প্রদান করা যাইবে না। অভিযোগ রয়েছে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের কর্মকর্তারা যোগসাজেশ করে জেষ্ঠতার তালিকা অনুসরণ না করে বিধিমালা লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শুধুমাত্র তাদের আত্মীয় স্বজনদের মধ্যে হতে উপ-খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি প্রদান করেন। কূটকৌশলে পদোন্নতি আদেশে জেষ্ঠতার তালিকা নং উল্লেখ করেনি। প্রতিবন্ধী সংখ্যালঘু কর্মচারীদের বঞ্চিত করে জুনিয়র সহকর্মীদের পদোন্নতি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে অসদাচরণ করেছে। এবং খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ বিদ্যমান থাকার পরেও নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা ২০১১ এ অবৈধভাবে পদোন্নতি আদেশ জারী করে তাও আবার উক্ত ২০১১ বিধিমালার পদোন্নতির শর্তাবলী লঙ্ঘনের শামিল। পদোন্নতি প্রাপ্তদের যোগদান ২০১৪ খ্রি. জেষ্ঠতা নং ৩৫২০, ৩৫২৮, ৩৫৩২, ৩৫৫০, ৩৫৬৪, ৩৫৭২, ৩৫৭৬, ৩৫৮০, ৩৫৮৫, ৩৫৯০, ৩৫৯৫, ৩৫৯৬, ৩৬০১ বঞ্চিত ব্যক্তির যোগদান ২০১২ খ্রি. জেষ্ঠতা নং ২৪৭৯ এই রিপোর্ট লেখা পর্যন্ত খাদ্য ভবন সূত্রে জানা যায় একজন প্রতিবন্ধী নিরাপত্তা প্রহরী ১০ বছর পূর্তির তারিখ হতে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি জন্য আবেদন করলেও এখন পর্যন্ত আমলে নেয়নি খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ।
২০১২ সালে সালে নিয়োগপ্রাপ্ত জ্যেষ্ঠতার তালিকা নং ২৪৭৯ একজন নিরাপত্তা প্রহরী প্রতিবন্ধী খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর ২০১১ এর বিধিমালার পদোন্নতি প্রদানের শর্তাবলী লঙ্ঘন করে জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ না করে ক্ষমতার অপব্যবহার করে ১০৪১জন সিরিয়াল অতিক্রম করে অবৈধভাবে পদোন্নতি আদেশ জারী করার অভিযোগ তুলেছেন।

মাননীয় খাদ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ মাননীয় দুদক চেয়ারম্যান বরাবর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী, যাতে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করার হয়।
সূত্রঃ ৩০/০৬/২০২৪ খ্রি.তারিখের ৪৯১ নং স্বারকের অবৈধভাবে পদোন্নতির আদেশ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.