মোঃ খাইরুজ্জামান সজিব :
সারা দেশের ৬১ টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচন কে ঘিরে
সারা দেশের মতো- দাকোপ, কয়রা,পাইকগাছা তিন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মধ্য শুরু হয়েছে- নানা জল্পনা- কল্পনা। খুলনা জেলার দাকোপ,কয়রা, পাইকগাছা উপজেলার সংরক্ষিত-১ ১,২.৩ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। কয়রা উজেলার সফল সভাপতি,সাধারন সদস্য- খুলনা জেলা মহিলা আওয়ামী লীগ, যুগ্ন- সাধারন সম্পাদিকা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখারও সভাপতি পিপলস ফোরাম দাকোপ- কয়রা বিশিষ সমাজ সেবক জনদরদী, মানবতার নির্যাতিত, অবোহেলিত মানুষের প্রিয় আপনজন নীলিমা চক্রবর্তী। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় সম্পৃক্ত রয়েছেন।এরই মধ্যে তাঁকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে রয়েছে শুরু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার- প্রচারনা- নীলিমা চক্রবর্তী বলেেন আমি ছোটো বেলা থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছি। নিজ উপজেলাতে অনেক প্রতিষ্টান স্থাপন করেছি। প্রতিনিয়ত নিজের অর্থ দিয়ে অসংখ্যাক বহুল মানুষ কে সহযোগিতা করছি। এবং সব সময় করবো। কোনো দিন দলের কাছে কিছু চাইনী। দক্ষিন অঞ্চলের রাজনীতির সিংহ পুরুষ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন ভাই। ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারন করে রাজনীতি করছি। খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এমপি আমার রাজনৈতিক অভিভাবক। আমি বিগত দিন কয়রা উপজেলার ৬ নং বেদকাশী ইউনিয়ন পরিষদ থেকে বার,বার নির্বাচিত সফল ইউপি সদস্য ছিলাম আমি সেখানেও সুনামের সহিত দায়িক্ত পালন করেছি। নির্বাচন উপলক্ষে বিভিন্ন মাঠ পর্যায়। ইউনিয়ন পরিষদে সকাল থেকে আধার রাত পর্যন্ত সভা সমাবেশ করছি। এবারে জেলা পরিষদ নির্বাচনে যদি আমাকে খুলনা জেলা পরিষদের সংরক্ষিত-১ ১,২,৩ নং ওয়ার্ডের সদস্য পদে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আমার দাকোপ,কয়রা, পাইকগাছা
৩টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কাছে আমি সহ – আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকবো সকলে আমাকে দোয়াও আর্শীবাদ করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের সকল সেবা প্রধান করতে পারি।