নিজস্ব প্রতিবেদক :
খুলনা মহানগরীর সদর থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান (৫২) এর উপর একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন কতৃক দলীয় কোন্দলে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এর সাথে আহত মোঃ সিদ্দিকুর রহমানের ৮/৯ বছরের সুসম্পর্ক ছিল এবং একই সাথে রাজনীতি ও করতেন কিন্তু বর্তমানে তার অসৌজন্যমূলক আচরণের পরিপ্রেক্ষিতে কিছুটা এড়িয়ে চলেন এবং অত্র ওয়ার্ড এর সভাপতি এ্যাড.ফারুক আহমেদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। যার ফলশ্রুতিতে গত ১৯/১২/২২ ইং তারিখ রোজ সোমবার বিকেল ০৪:১৫ ঘটিকার সময় খান জাহান আলী সেতুর পশ্চিম প্রান্তে খুলনা সংসদ সদস্য-০২ শেখ সালাউদ্দিন জুয়েল এর আগামী নির্বাচনে পথসভা অনুষ্ঠানে যাওয়ার পথে ১৫৯, খান জাহান আলী রোড,শচিনপাড়া মোহাম্মাদিয়া জামে মসজিদের সংলগ্ন কালভার্টে পৌছালে শিহাব উদ্দিন সহ তার সন্তাসী নিয়ে শতাধিক নেতাকর্মীর সম্মুখে সিদ্দিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিদ্দিকুর রহমান তার মাথা, বুক ও পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এর বিপক্ষে যে নেতাকর্মী অবস্থান করেন তাকেই তিনি বিভিন্ন ভাবে মানহানিসহ হয়রানির করেন। ইতিপূর্বে মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিনের পরিক্ষিত আওয়ামী লীগ পরিবারের সদস্য মোঃ সেলিম রেজাকে দলীয় পদ থেকে বহিস্কার করান। তাছাড়া অত্র এলাকার চানমারি বাজার সমিতির সভাপতিসহ একাধিক নেতাকর্মীকে মারধর,অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি ও প্রদর্শন করেছেন। হাসপাতালে আহত সিদ্দিকুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমি পুলিশ স্লিপ করিয়েছি কিন্তু থানায় মামলা দায়ের করি নাই। তিনি সুস্থ হয়ে দলীয় নেতাকর্মীদের পরামর্শ নিয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।