খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডাঃ শেখ বাহারুল আলমের ব্যাতিক্রমী নির্বাচনী প্রচারনা

রাজনীতি

মোঃ খাইরুজ্জামান সজিব :
আসছে আগামী ১৭ ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচন-২০২২ কে সামনে রেখে নির্বাচনী প্রচারওপ্রচারনা পুরোদমে। শুরু হয়েছে খুলনা জেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী
দক্ষিণ বংগের চিকিৎসক সমাজের
গর্ব বি,এমএ খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম তার নির্বাচনী এলাকা খুলনা জেলার ৯ট উপজেলার ৬৮টি ইউনিয়নকে নিজের অনুকুলে আনার লক্ষে এখন থেকে মাঠে
পুরোদমে প্রচারও প্রচারনায়
নেমেছে। একাধিক সূত্রে জানা যায়
আগামী জেলা পরিষদ নির্বাচন কে
সামনে রেখে খুলনা জেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ডাঃ শেখ বাহারুল আলম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার নির্বাচনী এলাকা খুলনা জেলার ৯টি উপজেলার ৬৮টি ইউনিয়নে প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে আধার রাত পর্যন্ত গনসংযোগ করছেন। এবং ভােটারদের সাথে কুশল বিনিময়
ভোট দোয়াও আর্শীবাদ চাচ্ছেন তিনি। নির্বাচনের পূর্ব মূহুর্তে
প্রচারও প্রচারনা আরও ভোটারদের মাঝে পরিচিতি লাভ করার জন্য ব্যাপকভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। জেলা পরিষদ
নির্বাচনে ভোটারদের ভোটের মাঠে
আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
উল্লেখ্য যে তিনি দেশের বৈশ্বিক
কোভিড-১৯ টি করোনামহামারীতে
অসহায়,ক্ষদার্ত মানুষের পাশে থেকে হ্যান্ড স্যানিটাইজার মাক্স
খাদ্য সামগ্রীও আর্থিকভাবে সহযোগিতা করে জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
তিনি ডাঃ শেখ বাহারুল আলমের নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে
দেখা যায় তিনি বর্তমানেও অসহায়,নির্যাতিত অবহেলিত মানুষের মাঝে অবস্থান নেওয়ার
আপ্রান চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে কৌশল অবলম্বন করে
ছোট,ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভুষন ইতি মধ্যে তার নির্বাচনী এলাকা খুলনা জেলার ৯টি উপজেলার -৬৮ টি ইউনিয়নের ভােটার কে জানিয়েছেন সাধারন জনগনের সেবা করার তাগিদে খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি। তার নির্বাচনী এলাকার সকল শ্রেনীর ভােটারদের মাঝে বলেন। গনসংযোগের পাশাপাশি পোস্টার,ব্যানার লিফলেট টাঙ্গিয়ে
শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারও
প্রচারনা। খুলনা জেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ডাঃ শেখ বাহারুল আলমের নির্বাচনী এলাকায় চলছে নির্বাচনী হাওয়া।
খুলনা জেলার -৯টি উপজেলার
৬৮ট ইউনিয়নের জেলা পরিষদের নির্বাচনের ভােটারগন জানান,ডাঃ শেখ বাহারুল আলম
একজন সৎ যোগ্য,ভদ্র,নম্র, বিনয়ী মেধাবী,পর উপকারী,অন্যায়ের প্রতিবাদী বলিষ্ট কন্ঠস্বর। বিপদে আপদে তাঁকে ডাক দিলে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে ছুঁটে এসেছেন। এবং বিভিন্ন সামজিক কার্যক্রমে তার ভূমিকা অপরিসীম
আমরা আগামী-১৭ ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে সৎ যোগ্য ভদ্র নম্র বিনয়ী সামাজিক ব্যাক্তিত্য ডাঃ শেখ বাহারুল আলম কে দেখতে চাই।

ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ডাঃ শেখ বাহারুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার খুলনা জেলার ৯টি উপজেলার-৬৮ টি ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার খুলনা জেলার ৯টি উপজেলার-৬৮টি ইউনিয়নের ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে খুলনা জেলা পরিষদের উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আমার স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার। আমি জননেত্রী শেখ হাসিনার একজন সাধারন কর্মী হিসেবে আমার খুলনা জেলার ৯টি উপজেলার-৬৮টিন ইউনিয়নের উন্নয়নের অংশীদার হতে চাই। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়যুক্ত হওয়ার জন্য আমি আমার নির্বাচনী এলাকা খুলনা জেলার ৯টি উপজেলার-৬৮ টি ইউনিয়নের সকল ভোটারদের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.