রবিউল আলম,বিশেষ প্রতিনিধি :
টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঢাকা মহানগীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার করেছে। গত ১৬/০২/২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.২০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা ষ্টীল ওয়ার্কস লিঃ এর ভিতরে ১০/১২ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া ফ্যাক্টরীতে প্রবেশ করিয়া অস্ত্রের মুখে উক্ত ফ্যাক্টরীর কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের মারধর করিয়া ও জিম্মি করিয়া ২৭,০০০/-(সাতাইশ হাজার) টাকার মূল্যমানের বিভিন্ন মালামাল ও নগদ ৩০,২৫০/-(ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা ডাকাতি করিয়া নিয়া যায়। ঘটনার পর পরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ ডাকাত দলের ০৩ জন সদস্যদের গ্রেফতার করে। কিন্তু ডাকাতির মূল পরিকল্পনাকারীরা অধরা থেকে যায়।
দীর্ঘ দিন ডাকাতির ঘটনা নিয়ে বিশ্লেষন করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ কাজ করতে থাকে। এক পর্যায়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং কেবল অপারেটরের ছদ্মবেশ ধারণ করিয়া ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ সোহেল (২৫) পিতা- মোঃ আবুল কালাম, মাতা- রেহেনা বেগম, সাং- নুরাবাদ, থানা- দোলারহাট, জেলা- ভোলা, বর্তমান সাং- ঢাকা উদ্যান, রোড নং-০১, বাসা নং-৩৯, থানা-মোহাম্মদপুর, ডিএমপি ঢাকাকে তাহার ভাড়া বাসা থেকে গত ২৫/০৬/২০২২ খ্রিঃ ধৃত করে এবং ডাকাত মোঃ সোহেলের দেওয়া তথ্য মতে তাহার অপর সহযোগী ডাকাত শুক্কুর আলী @ মোঃ সুজন মিয়া (৩২), পিতা-সামাদ খান @ মোতালেব খান, সাং- রানদাজপুর, থানা: মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর, বর্তমান সাং- রেলওয়ে কলোনি ০১ নং কোয়ার্টার, থানা-শাহজাহানপুর, ডিএমপি, ঢাকাকে একই তারিখে শাহজাহানপুর রেলওয়ে কলোনি ০১ নং গেইটের সামনে হইতে গ্রেফতার করা হয়। এই সময় ধৃত ডাকাত শুক্কুর আলী হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত নগদ ২০,২০০/-(বিশ হাজার দুইশত) টাকা ও এক জোড়া কানের স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।