রবিউল আলম,গাজীপুর থেকে :
দৈনিক বাংলা খবর পত্রিকায় প্রকাশিত নিউজকে ফলো করে গাজীপুর পূবাইল এর মিরের বাজার এলাকা থেকে রবিউল ইসলাম (৩৪) কে আটক করে র্যাব-১ এর আভিযানিক দল।
এসময় তার কাছ থেকে নাম সম্বলিত সিলসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়। গতকাল রবিবার রাতে রাফি ফার্মেসী নামীয় দোকান থেকে তাকে আটক করা হয়।
কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তারি প্যাড তৈরী করে রোগীদের সাথে প্রতারনা করে আসছে। আটককৃত রবিউল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার চৌধুরীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১ এর সিপিসি ৩ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব এক্স, পিপিএম,বিএন জানান যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় দীর্ঘদিন যাবৎ নিরীহ রোগীদের বিভিন্ন জঠিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট হতে ডাক্তারি ভিজিট বাবদ প্রতারনা মূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।