জবির উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষ তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে না

অন্যান্য

ডেস্ক রিপোর্ট :
দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।  

গত বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিক্যাল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন তিনি।

জানা যায়, বুধবার নিজ দপ্তর থেকে বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল তার প্রশংসা, আলোচনা, সমালোচনা করেন।

এ বিষয়ে উপাচার্য ড. মীজানুর রহমান গণ-মাধ্যমকে বলেন, আমি বিদায় নিয়েই একসঙ্গে চলে এসেছি।

আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষাসহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি।

সব কিছুই সেট করা আছে এখন সৎ, দক্ষ কেউ এসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত অব্যাহত রাখতে পারবে।
গত আট বছরে তার প্রাপ্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,আমাকে দিয়ে কার উপকার হয়েছে কার অপকার হয়েছে সেটা তারাই বলবে।
এ বিষয়ে আমার কিছু বলার নেই।

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেওয়া হলে দায়িত্ব নিবেন কিনা এ বিষয়ে তিনি বলেন,আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেওয়া হলেও আমি দায়িত্ব নিবো না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাইনা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.