জমে উঠেছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিএনজি চালক মালিক সমিতির নির্বাচন

অন্যান্য

মোহাঃ নুরুল ওহাব,গুইমারা থেকে :
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সি এন জি চালক ও মালিক সমবায় সমিতির লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ ই সেপ্টেম্বর নব সৃষ্ট গুইমারা উপজেলাধীন সি এন জি চালক ও মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ৫৯৪/ খাগড়া এর পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে নির্ঘুম দৌঁড়ঝাঁপ। জানা যায় সংঘঠনটিতে মোট ভোটার সংখ্যা ২৫৩ জন। মোট ৯ টি পদে ভোটের লড়াই চলছে ২৩ প্রার্থী মধ্যে এবং ৩ টি সদস্য পদে প্রতিবন্ধীতা করছেন ৬ জন ১ টিতে লাইন সম্পাদক পদে লড়ছেন ৩ জন ১ টি কোষাধ্যক্ষ পদে লড়ছেন ৩ জন ১ টি যুগ্ন সম্পাদক পদে লড়ছেন ২ জন সাধারন সম্পাদক পদে লড়ছেন ২ জন ১ টি সহ সভাপতি পদে লড়ছেন ৫ জন ও সভাপতি পদে লড়ছেন ২ জন । মোট ৯ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক পদে যারা লড়ছেন তারা হলেন (১) সভাপতি প্রার্থী মোঃ ফোরকান আলী চেয়ার প্রতীক (২) মোঃ নুর মোহাম্মদ সুমন মোবাইল প্রতীক সাধারন সম্পাদক পদে( ১) মোঃ নুরুল ওহাব সিএনজি প্রতীক (২)মোঃ আনোয়ার হোসেন ফুটবল প্রতীক কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায় নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে পরিচালিত হবে বলে আশা করেন। এমন কি প্রার্থীদের মধ্যে ও সৌহাদ্যপুর্ন আচরন লক্ষ্য করা গেছে। মোবাইল মার্কা ও ফুটবল মার্কার পক্ষ নিয়ে নির্বাচনী আচরন বিধি লংঘন করার মত বিচ্ছিন্ন কথাবার্তা বলছে। এ বিষয়ে সাধারন সম্পাদক পদপ্রার্থী (সি এন জি প্রতীক) মোঃ নুরুল ওহাবের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এরকম কিছু শুনেছেন বলে জানিয়েছেন এবং তিনি বলেন প্রয়োজন অনুযায়ী নির্বাচন পরিচালনা কর্মকর্তাকে বিষয়টি অবগত করিয়ে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার অনুরোধ করবেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.