জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের ৩ য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও কেন্দ্রীয় কমিটি গঠন

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
দিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা ও কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। দেশের ভিন্নধর্মী সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন”। সংগঠনটি দেশের নির্যাতিত সাংবাদিকদের একান্ত ভরসা এবং আস্হার প্রতীক।

গত ২৮ সেপ্টেম্বার (শনিবার) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম এর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন অনুষ্ঠানটি একটি মতবিনিময় সভার মাধ্যমে সম্পন্ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. মোরশেদ।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভুঁইয়া, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. মাসুদ, সাংবাদিক ফেডারেশন এফবিজেও’র মহাসচিব এম হানিফ আলী।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উক্ত সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আগামী দুই বছর মেয়াদী “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন” এর নতুন কমিটি পরিচয় নিম্ন তুলে ধরা হলো-
প্রধান উপদেষ্টা- এস. এম. মোরশেদ, সম্পাদক জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-
এম. শাহীন আলম, বিশেষ প্রতিবেদক সাপ্তাহিক অপরাধ বিচিত্রা। সিনিয়র ভাইস্ চেয়ারম্যান- মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড, দৈনিক কালবেলা। সংগঠনটির মহাসচিব আবু বকর সিদ্দিক- দৈনিক মুক্ত খবর, চাঁপাইনবাবগঞ্জ। সাংগঠনিক সচিব খাইরুজ্জামান সজিব- দৈনিক বাংলাদেশ সমাচার।

এছাড়াও ভাইস্ চেয়ারম্যান-১ মোঃ আব্দুল হালিম সৈকত- দৈনিক ভোরের কাগজ, ভাইস্ চেয়ারম্যান-২ মোঃ শরীফ আহমদ মোল্লা- বাংলাদেশ সমাচার, ভাইস্ চেয়ারম্যান-৩ মোঃ আব্দুল কুদ্দস বসুনিয়া- দৈনিক যুগান্তর, ভাইস্ চেয়ারম্যান-৪ তোফায়েল আহমদ- দৈনিক বাংলাদেশ সমাচার, ভাইস্ চেয়ারম্যান-৫ শাহ্ ফয়সাল কারীম- দৈনিক আমাদের নতুন সময়, ভাইস্ চেয়ারম্যান-৬ সোহাইবুল ইসলাম সোহাগ- দৈনিক মানব জমিন, ভাইস্ চেয়ারম্যান-৬ মোঃ আবদুল আলী- দৈনিক আমাদের নতুন সময়, ভাইস্ চেয়ারম্যান-৭ মোঃ আহসান হাবীব- দৈনিক বাংলাদেশ কন্ঠ, ভাইস্ চেয়ারম্যান-৮ জসিম উদ্দিন পাটোয়ারী- সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ভাইস্ চেয়ারম্যান-৯ মজিবুর রহমান রানা- দৈনিক আমাদের মাতৃভুমি। যুগ্ম মহাসচিব-১ মোঃ রিপন মিয়া- দৈনিক রূপবানী, যুগ্ম মহাসচিব-২ মোঃ জুয়েল রানা মজুমদার, যুগ্ন মহাসচিব-৩ মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব-৪ মতিন খন্দকার টিটু, যুগ্ম মহাসচিব-৫ জায়ফুল্লাহ্ খন্দকার। সহ. সাংগঠনিক সচিব-১
রিয়াজ উদ্দীন- সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সহ. সাংগঠনিক সচিব- মোঃ আরিফ শেখ- দৈনিক ভোরের দর্পন, তারাগঞ্জ রংপুর, সহ. সাংগঠনিক সচিব-৩ মোঃ শাকিল আহমেদ, সহ. সাংগঠনিক সচিব-৪ মোঃ রবিউল আলম, সহ. সাংগঠনিক সচিব-৫ মোঃ এম জাফরান হারুন, সহ. সাংগঠনিক সচিব (৬) মাহাবুবুল আলম মানিক।

অর্থ বিষয়ক সচিব- মোঃ সফিকুল ইসলাম, সহ. অর্থ বিষয়ক সচিব মোঃ খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক এম. এ. মান্নান, আইন বিষয়ক সম্পাদক
এম হানিফ হোসাইন, সহ. আইন বিষয়ক সম্পাদক
এড. মোঃ আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি, সাংস্কৃতিক সম্পাদক
মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম পিন্টু, সহ. দপ্তর সম্পাদক শ্রী অনিক দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন আলম রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুচিত্রা রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা-১ রোকসানা সুখী, সহ. মহিলা বিষয়ক সম্পাদিকা-২ মিলি সিকদার।

প্রধান পরিদর্শক মোঃ বাহাদুর চৌধুরী, পরিদর্শক-১
মোঃ জুয়েল আহমেদ, পরিদর্শক-২ মোঃ আব্দুল মন্নাফ, পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান।

কার্য্য নির্বাহী সদস্য মোঃ সৈকত হোসেন সাগর, শাহাদাত হোসেন, দিলোয়ার হোসেন, মোঃ সামছুল হক, কাউসার তুষার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সামছুল হক।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.