সুজন মিয়া :
জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়ে গেল, জামালপুর জেলা সমিতি ইউকের পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া। উক্ত কমিটিতে,মিসেস মমতাজ জাহান খন্দকার (ছায়া)কে সভাপতি, এস এম রুহুল আমিন রতন কে সাধারন সম্পাদক করে ,২৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
৭ই জুন ‘২০২০ স্হানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় জামালপুর জেলা সমিতি ইউকে’র সন্মানিত আহবায়ক মমতাজ জাহান খন্দকার (ছায়া)র সভাপতিত্বে আহবায়ক কমিটির ভাচুর্য়াল সভায় সর্বসন্মতিক্রমে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে সমিতির কার্যক্রম আরো গতিশীল করতে ২ বছর মেয়াদী এই পুর্ণাঙ্গ কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠিত হয়।
ভার্চুয়াল সভাটি পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আন্জুমান কবির পরাগ ।
২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিম্মরুপ- সভাপতি: মমতাজ জাহান খন্দকার ( ছায়া), সাধারন সম্পাদক: এস এম রুহুল আমিন রতন, সহ সভাপতি: সৈয়দ হাবিবিল্লাহ শের ই জামান, সহ সভাপতি: তৌহিদ নেওয়াজ খান সুবিন, সহ সভাপতি: শরিফ রহমান, সহ সভাপতি: ইশরাত জাহান পপি, সহ সভাপতি: মোঃ ওবায়দুল্লাহ (ওবায়েদ), সহ সভাপতি: আহমেদ হাসান, যুগ্ম সম্পাদক : শাহনাজ লাজু, যুগ্ম সম্পাদক: মাহমুদা মিরা, যুগ্ম সম্পাদক: নাসির আহম্মেদ, সহকারী সম্পাদক : ইসলাম খান টিপু, সহকারী সম্পাদক : ফারজানা ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক : মোঃ আন্জুম কবীর (পরাগ), সহ সাংগঠনিক সম্পাদক : মহিদুল হক মারুফ, কোষাধ্যক্ষ : আবু আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদিকা: দিলশাদ রাজ্জাক ( শশী), যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা: আফসানা খান ( শরমি), দপ্তর সম্পাদক : মুকুল আনসারী, প্রচার সম্পাদক : মেহেদি হাসান,
ক্রীড়া সম্পাদক : সামিউল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা: ফারহানা লেমন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : বাসুদেব সাহা রনি,সমাজকল্যাণ সম্পাদিকা: ফারহানা আন্জুম, যুগ্ম সমাজকল্যাণ সম্পাদিকা: লাকি আন্জুম, কার্যকরী সদস্য: মীর মিতু জেসমিন, কার্যকরী সদস্য: জাকারিয়া সুলতানা, কার্যকরী সদস্য: ড. মাসুদা পারভিন মিশু, এবং কার্যকরী সদস্য: আমরিন কাজী।
উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ : এডভোকেট মোস্তাফিজুর রহমান, মিসেস ফরিদা মিয়া, শাহীন আহমেদ, আব্দুল ওয়াহিদ রিপন, কেরামত আলী, মোঃ আমীর হামজা, মুখলেছুর রহমান, লিয়াকত হুসেইন, সাহিদুর রহমান, রিপন তালুকদার এবং ইকবাল আনসারী।জামালপুর সমিতি ইউকে এর নতুন কমিটিকে অভিনন্দন জানান বাংলাদেশের কমিউনিটি ইউকে, সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি, রংপুর সমিতি ইউকে, কিশোরগঞ্জ সমিতি ইউকে, টাঙ্গাইল সমিতি ইউকে, মাদারীপুর সমিতি ইউকে, শরিয়তপুর সমিতি ইউকে এবং
উক্ত জামালপুর জেলা সমিতি ইউকের পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জামালপুরবাসী।