সুচিত্রা রায়,আশুলিয়া থেকে :
ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় হাজী মিজান মার্কেটে অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় বাইপাইল হাজী মিজান মার্কেটে শাহজামাল,আলআমীন হোসেন সুজন,বাচ্চু মিয়া,খন্দকার পিন্টুসহ মোট সাতজনের দোকানে আগুন লাগে।এসব দোকান থেকে কসমেটিকস্,জুতা ও ছেলে-মেয়েদের পোশাক পাইকারী বিক্রি করা হত। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
মার্কেট ম্যানেজার দেলোয়ার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে সাত দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কি কারনে আগুণ লেগেছে ,তা নিশ্চতভাবে কেউ বলতে পারছেনা। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।