মোঃ রিপন মিয়া,আশুলিয়া থেকে :
গতকাল ৮ এপ্রিল ২০২২ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায়
সাভার-আশুলিয়া গ্যাস সংকট সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় প্রথমে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেষে
আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এসে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন এ এলাকা শিল্পাঞ্চল হওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক এখানে বসবাস করেন
তারা ইদানীং তীব্র গ্যাস সংকটে পড়ে অসহায় অবস্থায় জীবনযাপন করেছে শ্রমিকরা সারাদিন কাজ করে বাসায় ফিরে দেখেন বাসায় গ্যাস নেই তখন তার বাদ্য হয়ে হোটেল থেকে খাবার কিনতে হয় কোনমতে হোটেলের খাবার খেয়ে রাত যাপন করেন
তাছাড়া হোটেলের খাবার খেয়ে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে তাই নেতৃবৃন্দের একটাই দাবি তীব্র গ্যাস সংকটের সমস্যা দ্রুত সমাধান দিতে হবে এ সময় বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বলেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এ এখানকার শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন আমরা চাই বর্তমান সময়ে গ্যাস তীব্র সংকট সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছি এখানে আমাদের কোনপ্রকার সার্থ নেই আমরা সবাই শ্রমিক সংগঠনের মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান চাই পাশাপাশি একটি বার্তা দিতে চাই এ সমস্যা দ্রুত সমাধান না হলে আমরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবো।