বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ঢাকা জেলা উত্তর এর সভাপতি তাসলিমা শেখ লিমা র দূর্নীতির তান্ডবে দলীয় ভাবমূর্তি বিনষ্ট হতে চলেছে,ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উর্দ্ধতন কেন্দ্রীয় নেতাকর্মীরা বলেন,ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ আমার গ্রাম আমার শহর এ পরিনত করতে হত-দরিদ্র মেহনতী মানুষের মধ্যে ঘর উপহার,ও ঘর পায়িয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা আমরা শুনেছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি দলীয় নেতাকর্মীদের নিকট থেকে এমন ন্যাক্কার জনক কর্মকান্ড মোটেও সমীচীন নয়।ইতিমধ্যে যুব মহিলা লীগ ঢাকা জেলা উত্তর এর সভাপতি তাসলিমা শেখ লিমা র বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছেন মামলা নং….. পেনাল কোর্ট, ধারা সমূহ (৪০৬)(৪০২০)(১০৯)(দন্ডবিধি) পিবি আই স্বারক নং (২০২০/৫৯৬)সি আর ১৩/০৬/২০২২ এ মামলা টি পি বি আই রফিকুল ইসলাম খান বি পি ৬৮৯১০১০৫১৫ পুলিশ ব্যুরো অপ ইনভেস্টিগেশন ঢাকা জেলা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পর্যবেক্ষন করে একটি চমৎকার প্রতিবেদন দাখিল করেছেন,উক্ত বিষয়ে তাসলিমা শেখ লিমা এড়িয়ে যাওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন ধর্মের কল বাতাশে ওড়ে,অপরদিকে দলে থাকা এমন রাঘব বোয়ালদের প্রতি সজাগ দৃষ্টি রাখা অবশ্যক বলে মনে করেন বাংলার বীর মুক্তিযোদ্ধা সূর্য সন্তানেরা, দলীয় নেতাকর্মী ও আমজনতাদের দাবী তাসলিমা শেখ লিমা কে কে দল থেকে বহিষ্কার ও তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক।