সুজন মিয়া :
মহাখালী কড়াইল, পশ্চিমপাড়া বস্তিতে গত ২৬ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
বস্তিতে আগুন লাগানোর ঘটনায়, পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আওয়ামী যুবলীগের বনানী থানার সভাপতি হাসিনার বাড়ির নিচতলায় দুর্বৃত্তরা পেট্রোল অথবা অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে যানা গেছে।
হাসিনার অভিযোগ ,পূর্বশত্রুতার জের ধরেই এই আগুন দেওয়ার ঘটনাটি ঘটিয়েছে, বিএনপি জামাতের নেতা মোস্তফা ও তার দলের লোকজন ।
হাসিনা আরও জানান ,দীর্ঘদিন ধরে, মোস্তফা ও তার দলের লোকজন , আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল।পরে গত ২৬ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টা ১৫ মোস্তফা কামাল তার দলের লোকজন দিয়ে আমার বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয়।
এ এলাকায় তো শুধু আমার বাড়ি নই, এখানে আরো ১০ হাজার মানুষ বসবাস করে। তাদের মধ্যে অধিকাংশই নিম্নআয়ের মানুষ । আমার সাথে পূর্ব শত্রুতার জের ধরে, তারা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে, এই অগ্নিকাণ্ড যদি বিশাল আকৃতি ধারণ করতো তাহলে, নিম্নআয়ের মানুষ গুলোর কি হতো? এর দায় কে নিত?
এ বিষয়ে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যুবলীগ নেত্রী হাসিনা বলেন , অতি দ্রুত আসামিদের আইনের আওতায় এনে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি ।