তিস্তা বুকে একাধিক চর,ভেসেছে ফসলের চাষাবা বেড়েছে

ফিচার

মোঃ হাসমত আলী লালমনিরহাট :

লালমনিরহাট জেলার বুক ভেদ করে বয়ে চলা তিস্তা নদীর বুকে জেগে উঠেছে একাধিক চর। সেই চরে গড়ে উঠেছে বসতি। চলছে নানান জাতের ফসলের চাষাবাদ। তিস্তার বুকে সবচেয়ে বেশি চর জেগে ওঠেছে। লালমনিরহাট সদর উপজেলায়। এসব চরের বুকে মানুষের বসতির পাশাপাশি নানান জাতের ফসল চাষ শুরু হয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, তিস্তা নদীতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, সিঙ্গিমারী, গোড্ডিমারী, সিন্দুর্ণা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডার, কাকিনা ইউনিয়ন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন, লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা, খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নে ছোট-বড় অনেক চর জেগে উঠেছে। এসব চরের মধ্যে কিছু চরে মানুষের বসতি গড়ে উঠেছে।

লালমনিরহাট জেলার এসব চরে তামাক,ভুট্টা, চিনা বাদাম, কলা, মরিচ, বিভিন্ন ধরনের সবজি, কুমড়া, শসা, তরমুজ ও ধানসহ বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হচ্ছে। এসব চরের মধ্যে কোনওটিতে জনবসতিও গড়ে উঠেছে। এসব চরে দুই ফসলি এবং এক ফসলি ফসল চাষ হয়। সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শও দিয়ে থাকেন।’

পাটগ্রাম উপজেলায় তিস্তার চরে কিছু চাষি জমি রয়েছে নদীর বুকে বোরো ধান,চাষ হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.