বিশেষ প্রতিবেদক :
পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের ৯৯৯ সেবা দুই বছরে দুই কোটি মানুষের কাছ থেকে সাহায্যের আবেদন পেয়েছি। এর মধ্যে আমরা প্রায় অর্ধ কোটি মানুষের কাছে সাহায্য পৌছে দিতে পেরেছি।
গতকাল শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্স এ জেলা পুলিশের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টাই অব্যাহত আছে বলে জানান তিনি।
এ সময় তিনি দর্শকদের প্রশ্ন করে বলেন- আগের চেয়ে এখন মানুষ ভাল সেবা পাচ্ছে কি না?। হ্যাঁ সুচক উত্তর পেয়ে তিনি বলেন, আমরা পুলিশ, আপনাদেরই সন্তান, আত্মীয়- স্বজন। আমরা অন্য গ্রহ থেকে আসিনি। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। এমনকি কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনাদের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।