নানান আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যান্য

হালিম সৈকত :
গতকাল ১৮ জানুয়ারী এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে কুমিল্লা প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় মিলিত হয় এবং অতিথিবৃন্দরা কেক কাটেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিন্টু ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহজ্ব মোঃ ওমর ফারুক, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক, সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, বিশিষ্ট্য ছড়াকার মমিনুল হক। সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।

এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির রনি, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, উদীচির সদস্য ও সাংস্কৃতিক সংগঠক শেখ ফরিদ, এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলা নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোটার ইমতিয়াজ আহম্মেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধ বাহার রায়হান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সূচনা র নির্বাহী পরিচালক শাহানা হক,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি ডেইলী অবজার পত্রিকার প্রতিনিধি ও সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন ও মাইটিভির জেলা প্রতিনিধি সম্পাদক সাইফ উদ্দিন রনী, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, ভোরের কাগজের প্রতিনিধি জানে আলম মজুমদার দুলাল,কবি ফখরুল হুদা হেলাল , সাংবাদিক কাজী আবু হানিফ, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, কুমিল্লা আবৃত্তি পরিষদের সভাপতি তাহমিনা বেগম, আবৃত্তি শিল্পী রায়ানুল রোজা, সাবেক সাব ইনেসপেক্টর আবু হাসান আলী দারোগা, দৈনিক শ্রমিক পএিকার নির্বাহী সম্পাদক এম শাহীন আলম ,আইটি বিশেষজ্ঞ ওমর কাইয়ূম পলাশ, সমাজ সেবক ও ব্যবসায়ী কাশেদুল হক চৌধুরী, সাংবাদিক মাহফুজ নান্টু, ফটো সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, সাংবাদিক আলাউদ্দিন, হালিম সৈকত, এমরান হোসেন, জহির উদ্দিন বাবর, সাপ্তাহিক পথিকৃতের নির্বাহী সম্পাদক সুমন কবীর, সাংবাদিক নেকবর হোসেন, রোখসানা মন্টি, আমেনা বেগম শিউলী,জহিরুল ইসলাম মারুফসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.