আদমদীঘি প্রতিনিধি :
স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া আদমদীঘিতে নানা আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে উৎসবমুখর ছিল আদমদীঘি উপজেলা প্রাঙ্গণ। সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল নিয়ে জড়ো হন আদমদীঘি উপজেলা পরিষদ । সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন,আওয়ামীলীগের নেতাকর্মীরা এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আদমদীঘি মুক্তিযুদ্ধা সংসদ,ও আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া আদমদীঘি প্রেসক্লাব, আদমদীঘি অফিসার ক্লাব, শিক্ষকদের বিভিন্ন সংগঠনসহ অন্যান্য আরো সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
বিশেষ অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) , আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৭ টায় পতাকা উত্তোলন ও দোয়া বৈকাল বর্ণাঢ্য রেলি শেষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠিত হয়।আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘির উপজেলার চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ,
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সা: সম্পাদক শেখ কুদ্রত এলাহি কাজল, আবু রেজা খান,আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, নাজমুল হুদা,হুমায়ুন কবির বাদশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনজে আরা বেগম, মিসরুল হামিদ ফুতু,জাহিদ আহসান পিয়াল,বীর মুক্তিযুদ্ধা আনসার আলী ,মোশারফ হোসেন ,সুমন,শাহিনুর রহমান মুন্টি,মাহমুদুর রহমান পিন্টু,টুলু ,আবু ,জাহাঙ্গীর, রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,এস এম জাহিদুল বারী, জাহিদুল ইসলাম বিপ্লব,রোকন,চন্দন, সজল,মুন্না,রকি,মুক্তারুজ্জামান, বরবিউল ইসলাম রবি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।