নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে সরকারী বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের মধ্যে দিয়ে অবাধে চলছে বিভিন্ন কলকারখানা। মহামারি বৈশ্বিক (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত সকল দেশে মানুষের মৃত্যু’র মিছিলের ডাক আসে আমাদের হৃদয়ে। আজকের থমকে গেছে জাতির কাছে অনেকটা চিন্তায় মন-মানষিকতার একহ্রাস ক্লান্তময় প্রতিটি জীবনে।
প্রতিটি মানুষ সু-স্বাস্থ্যময় ভাবে বেঁচে থাকার উপায়ে কর্ম হবে একদিন অবধারিত। তেমনী করে দেশের সাড়ে ষোল কোটি জনসংখ্যা তথা জনবলের মাঝে ‘কোভিড-১৯, মহামারি আকাড়ে ধারণ করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আক্রন্ত এবং মৃত্যু’র সংখ্যা দিনে দিনে বৃদ্ধির লক্ষে দেশের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সকলের স্বাস্থ্য সু-রক্ষার জন্য দেশে কঠোর লকডাউনের ব্যবস্থা ঘোষনা করেছেন। সরকারী এমন আইনী বিধিবিধান অমান্য করে নারায়ণগঞ্জের প্রতিটি থানা এলাকায় বন্ধজাতকৃত কিছু সংখ্যাক কলকারখানা এখনো চালু হওয়ার চিত্র অনেক অংশে পাওয়া যায়।
গতকাল শুক্রবার সকাল-সন্ধ্যা সরেজমিন ঘুরে দেখাগেছে, বন্দর থানাধীন দেওয়ানবাগ হরিপুর ‘পারটেক্স’ ইন্ডাস্ট্রিয়াল চালু, মদনপুর এনার্জি বিস্কুট ফ্যাক্টরি চালু, জাঙ্গাল এলাকার ‘‘আউয়াল মিয়া এন্টারপ্রাইজ চুনা ফ্যাক্টরি চালু, কাঁপুর বিসিক শিল্পনগরি এলাকার কিছু সংখ্যাক ফ্যাক্টরি চালু রয়েছে। এলাকার কয়েকটি নামি-দামি বিস্কুট ফ্যাক্টরিও চালু, সিদ্ধিরগঞ্জ এলাকার ১২টি চুনা ফ্যাক্টরি চালু, বিস্কুট ফ্যাক্টরি চালু ইত্যাদিসহ আরো অনেক কলকারখানা খোলা রাখার ব্যাপক চিত্র দেখাযায় ।
এবিষয়ে স্থানীয় এলাকার বাসীন্দা ও কর্মচারীদের মতে জানাগেছে, বড় বড় মিল ফ্যাক্টরি চালু রয়েছে স্থানীয় প্রশাসনদেরকে অবৈধ উৎকোচের বিনিময় ম্যানেজ করে। এবিষয়ে গণমাধ্যম কর্মীদের কোন অংশে সংবাদ প্রকাশ করেও কাজে আসবেনা বলে জানান তাঁরা।
বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুল্কা সরকার জানান, আমার থানা এলাকার ‘পারটেক্স’ কোম্পনী চালু রাখার উর্ধ্বতনের অনুমতিক্রমে বৈধতা আছে। এবং চুনা ফ্যাক্টরিসহ আরো যতপ্রকার কলকারখানা খোলা রয়েছে। দরকারবোধে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বন্দর উপজেলার ‘পারটেক্স’ ও এনার্জি অলম্পিক বিস্কুট কোম্পানী চালু রাখার জন্য উর্ধ্বতন মহলের অনুমতিক্রমে বৈধতা আছে। এবং চুনা ফ্যাক্টরি, বিস্কুট কারখানা, গার্মেন্টস্সহ এধরনের কোন প্রকার যদি কোন কলকারখানা চালু থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।