নোয়াখালী হাতিয়ায় সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১ আহত-৬

দুর্ঘটনা

আহসান হাবীব :
নোয়াখালী হাতিয়ায় উপজেলায় (৬ আগস্ট) সোমবার বেলা সাড়ে চারটার সময় সিএনজি যোগে খাসেরহাট থেকে দাসপাড়া আসার পথে ফরাজি মসজিদ সংলগ্ন আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে সিএনজি ও নসিমন মুখোমুখি সংঘর্ষ হলে এতে ১ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য’ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, সোমবার বেলা সাড়েচারটার সময় সিএনজি যোগে খাসেরহাট থেকে দাসপাড়া আসার পথে ফরাজি মসজিদ সংলগ্ন আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে সিএনজি ও নসিমন মুখোমুখি সংঘর্ষ হলে ৬ আরোহী আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিএনজি যাত্রী বিকাশ চন্দ্র দাস (৫০) এর মৃত্যু হয়। তার মৃত্যু নিশ্চিত করেছেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন। নিহত বিকাশ চন্দ্র দাস (৫০) সুখচর ইউনিয়নের রমনী কুমার দাস এর ছেলে। আহতরা হলেন,মোঃ জাবের (৪০),মোঃ হাসান (২০),মোঃ আয়াত (২১),অনিমা রানী দাস,(৪০),মঞ্জু রানী দাস (৪৩)

এব্যাপারে হাতিয়া থানার এসআই মোঃ আব্দুস শুকুরের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.