পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে ফেরির অর্ধশতাধিক যাত্রী আহত

অন্যান্য

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ জালালের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেতু কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে চালক নির্বিঘ্নেই শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেছেন।

রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান বলেন, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এসময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারের গিয়ে ধাক্কা লাগে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো.আব্দুল কাদের বলেন, রো রো ফেরির ধাক্কা লেগেছে, তবে কোনো সমস্যা হয়নি। আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা লাগলেও সেতুর কোনো ক্ষতি হবে না, তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে। তারপরও আমাদের পদ্মা সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়েছে।

এদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত “ফেরি শাহজালাল” সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার বিআইডব্লিউটিসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.