পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ লম্পট শাওন খাঁন ও হেলাল খাঁন এর বিরুদ্ধে

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ লম্পট শাওন খাঁন ও হেলাল খাঁন এর বিরুদ্ধে,বাগেরহাট জেলার স্বরনখোলা থানার চাল রায়েন্দা গ্রামের লম্পট শাওন খান বিয়ের প্রলোভনে একই থানার তাফাল বাড়ী গ্রামের /বর্তমান চাকুরী করার সুবাদে ঢাকা জেলার আশুলিয়া থানার কবিরপুর তেলিবাজার ফরহাদ এর বাড়ির ভাড়াটিয়া মাধুরী আক্তার কে মাসের পর মাস ঘুরাইতে থাকলে,শাওন খাঁনের মিথ্যা আস্বাস বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর (২১/১১/২০২১)একটি লিখিত অভিযোগ দায়ের করেন যাহার মামলা নং (৪৫)উক্ত মামলাটি ধর্ষণকারী ও শিশু নির্যাতন দমন আইনে( 2003)সেং এর 9 এর (1) রুজু করা হয়। আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম মোবাইল নং 01716518132 মামলাটি তদন্ত ভার গ্রহন করেন,তড়ি ঘড়ি লম্পট শাওনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মাধুরী আক্তারের শারীরিক সম্পর্কের নমুনা পরীক্ষা করান,মাধুরী আক্তারের অভিযোগের সাথে তার শারীরিক সম্পর্কের সম্পূর্ণ সত্যতা মেলে তাৎক্ষণিক লম্পট শাওন খানের ধুরন্দ বাজ ভাই হেলাল খাঁন অপ কৌশল অবলম্বন করে মাধুরী আক্তারের সহিত শাওন খাঁন এর বিবাহ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং (৩০/১১/২০২১) তাং দুই লক্ষ টাকা কাবিন মূলে দেনমোহর ধার্য করিয়া বিবাহ করেন,বিবাহর পরে মাধুরী আক্তার উক্ত মামলাটি নিজ খরচে জামিন করাইয়া লয়,এরপর থেকে শুরু হয়ে যায় শাওন খাঁনের নির্যাতন করার পালা,একের পর এক শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় মাধুরী আক্তারকে,মাধুরী আক্তার নিরুপায় হয়ে (২৬/০১/২০২২) আবারও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ থানা স্বরণ খোলায় যেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শাওন খাঁন ও হেলাল খাঁনের বিরুদ্ধে,যাহার সাক্ষী করা হয়(১) আল আমিন চৌকিদার (২)ইব্রাহিম হাওলাদার (৩)আলম হাওলাদার,তাৎক্ষণিক আবারো হেলাল খাঁনের বুদ্ধিতে অপকৌশল অবলম্বন করে মাধুরী আক্তারের সহিত সুসম্পর্ক রেখে ঘর সংসার করতে থাকে শাওন খাঁন,এবং আদালত থেকে আগাম জামিন নেওয়ার কু পরামর্শ দেন হেলাল খান তারই কু পরামর্শে আগাম জামিন নিতে সহযোগিতা করেন মাধুরী আক্তার,৮ ই জানুয়ারি ২০২২ আগাম জামিন নিয়ে এক সপ্তাহের মধ্যে হেলাল খানের সহযোগিতায় দেশ ত্যাগ করেন শাওন খাঁন।খোঁজ নিয়ে জানা যায় উক্ত লম্পট শাওন খাঁন তার ভাই হেলাল খানের শলাপরামর্শে দেশত্যাগ করে সৌদিতে পাড়ি দেয়,শাওন খাঁন কোথায় আছে কেন পালালেন এমন প্রশ্নের জবাব নিতে হেলাল খাঁন কে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অতিব জরুরী,তাদের বিরুদ্ধে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মাধুরী আক্তার,আগামী ১০ ই এপ্রিল অভিযোগ এর চুড়ান্ত তদন্ত পর্যবেক্ষন করবেন বলে যানাজায়, হেলাল খাঁন বর্তমানে আশুলিয়ার কবিরপুর এর শিল্প কারখানা মানামীর মেইন গেটের সামনে মুদিখানার ব্যবসা করেন,তাকে খুঁজে পেতে খুব বেশি সময় লাগার কথা নয়,২৩/০২/২০২২ তাং পুনরায় জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন মাধুরী আক্তার,অভিযুক্ত করা হয় হেলাল খাঁন শাকিল খাঁন মামুন তালুকদারের বিরুদ্ধে,লম্পট শাওন খাঁনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এবং তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করেন মাধুরী আক্তার ও তার পরিবার,লম্পট শাওন খাঁনকে সৌদি থেকে ফেরত এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন মাধুরী আক্তার,সেই সাথে প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন মাধুরী আক্তার ও তার পরিবার ও দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.