প্রকাশ পেল মুন্না খানের ‘পোষা পাখি’

বিনোদন

রিয়েল তন্ময় :
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী ) বিকাল ৪ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘পোষা পাখি’। গানটি লিখেছেন এফডিসি শাকিব।সুর করেছেন এফ এ প্রিতম। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী সাদমান পাপ্পু । ডিওপিতে এম কে মোশারফ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন রাজু আহমেদ। গানটিতে মডেল হিসাবে ছিলেন মডেল ও অভিনেতা মুন্না খান,চিত্রনায়িকা আসমা ঝিলিক, ইব্রাহিম ও আনিসা এ্যানি। রূপসজ্জায় ছিলেন বাবু।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু’র গাওয়া ‘পোষা পাখি” গানটি অসাধারণ। ২য় বারের মত চিত্রনায়িকা আসমা ঝিলিকের সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক্যাল ফিল্ম নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

চিত্রনায়িকা আসমা ঝিলিক বলেন, মুন্না খানের সাথে দ্বিতীয়বার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা রাজু আহমেদ যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন পুবাইল, গাজিপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা রাজু আহমেদ বলেন, ‘পোষা পাখি’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।

উল্লেখ্য মুন্না খান একজন কাতার প্রবাসী ব্যবসায়ী মিডিয়াকে ভালোবেসে একের পরে এক মিউজিক্যাল ফিল্ম গান পাগল দর্শকের জন্য উপহার দিয়ে যাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.