প্রবাসীদের হালনাগাদ ভোটার তালিকা বুধবার থেকে শুরু

জাতীয়

বিশেষ প্রতিবেদক :
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী বুধবার।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন এ তথ্য জানান।

লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে ওই দিন স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

ইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিইসি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্রাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেজুলেশন’ যোগ দেবেন।

সিইসি ১৩ ফেব্রুয়ারি সিইসি ম্যানচেস্টার যাবেন। সেখানে বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূ্ক্তিকরণ, প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের গুরুত্ব নিয়ে মতবিনিময় করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.