মুক্তারুজ্জামান :
বগুড়ার সান্তাহারে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার ২১ তোপধ্বনির মধ্য দিয়ে সান্তাহার স্বাধীনতা মঞ্চে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সান্তাহার আধুনিক স্টেডিয়ামে সকাল ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ।
এসময় সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্কাউট, গার্লস, প্রাইমারি, হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন তাঁরা।
পৌর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসন, আনছার আলী, আবুল কাশেম ও অন্যান্য মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড এবং পৌর বিএনপি বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে দিবসটি পালন করেন।