মুহাম্মদ মতিন খন্দকার টিটু :
বগুড়ার গাবতলী ব্যাস্ততম এলাকা বাসষ্ট্যান্ড এলাকায় যানজট, ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ রওনক জাহান।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ সালমা আকতার লিজা, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আদালতকে সহযোগীতা করেন ভুমি অফিস সহকারি বিজল কুমার দাস। ভ্রাম্যমান আদালত এসময় মিম ষ্টোরসহ বিভিন্ন দোকান যানবাহনে ৪ হাজার টাকা জরিমানা আদায় করে। ফুটপাত দখল মুক্ত করতে দোকান মালিকদের ১এপ্রিল পর্যন্ত সময় বেধে দেন। অন্যথায় জরিমানাসহ অবৈধ স্থাপনা প্রশাসন গুড়িয়ে দেবে বলে জানানো হয়। এছাড়া করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমান আদালত থেকে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওনক জাহান মাস্ক পড়ার প্রতি কঠোরতা আরোপসহ জরিমানা করার ঘোষনাদেন।