উর্মি আক্তার বগুড়া থেকে :
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুরে জনসাধারণের ব্যবহার্য রাস্তায় বালু-ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ২ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ গাড়িদহ বাজার থেকে জামুন্না বাজার রাস্তা, হাটগাড়ী, হাপুনিয়া, পৌর শহরের নয়াপাড়া এলাকার এবং হাজিপুর রাস্তায় বাড়ি করার নির্মান সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ, ১৯৭০ এর আওতায় পৌর শহরের নয়াপাড়া এলাকার মৃত আহসান আলীর ছেলে লুৎফর রহমান, হাজিপুর এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুর রহিম ও গাড়িদহ ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা গ্রামের জয়নাল আবদিনের ছেলে মাহমুদুলকে জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, জনগনের অবাধ চলাচলের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।