বগুড়ায় অবৈধ পলিথিন কারখানায় তিন লাখ টাকা জরিমানা

অপরাধ

মুহাম্মদ মতিন খন্দকার :
বগুড়া র‌্যাব-১২ এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর যৌথ অভিযানে বগুড়া জেলার সদর থানা এলাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অর্থদন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন শহরের মাটিডালি মোড়ের গ্রামের শ্রেষ্ঠ পলি কারখানার মালিক জিহাদ হোসেন বগুড়া প্লাস্টিক এর পরিচালক আব্দুস সালাম। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২২ ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া, জনাব মোঃ নাছিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জনাব ইশরাত জাহান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার সহযোগিতায় বগুড়া জেলার সদর থানা এলাকায় অবৈধ পলিথিন ব্যাগ তৈরি ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)” এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে শহরের মাটিডালি মোড়ের গ্রামের শ্রেষ্ঠ পলি কারখানার মালিক জিহাদ হোসেন, বগুড়া প্লাস্টিক এর পরিচালক আব্দুস সালাম। প্রত্যেককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে সর্বমোট= ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে পলিথিন ব্যাগ- ১০০০ কেজি, পলিথিন তৈরীর কাঁচামাল- ৫০০০ কেজি এবং পলিথিন তৈরীর মেশিন- ১২ টি জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.