বগুড়ায় ইট বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

অর্থনীতি

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় ইট বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন ভাটা মালিকরা। বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও ভাটা মালিক সমিতির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২৮ ডিসেম্বর, জেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উপর হয়রানির অভিযোগ এনে এক প্রতিবাদ সভায় ১ জানুয়ারি থেকে ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিলেন ভাটা মালিক নেতারা। সেই ঘোষণা অনুযায়ী ধর্মঘটের ৫দিন পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল।
বৈঠক শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(সংশোধন) আইন ২০১৯ এ বর্নিত জিগজ্যাগ ইটভাটার ছাড়প্ত্র লাইসেন্স প্রাপ্তিসহ বিভিন্ন দাবী উল্লেখ করেছেন ভাটা মালিকেরা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.