বিশেষ প্রতিনিধি :
বগুড়ায় একাধিক নারীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণের পর প্রতারনার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম তানজিমুল ইসলাম রিয়ন(২২)। সে নওগাঁ জেলার চকদেবপাড়ার মৃত তাজুল ইসলাম কবিরাজের ছেলে। তবে সে দুপচাঁচিয়ার চৌধুরীপাড়ায় নানা বাড়িতে থাকতো। গ্রেফতারকৃত যুবক জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ (জেকে) দুপচাঁচিয়াতে বিবিএস ১ম বর্ষে অধ্যায়নরত। গতকাল রাত ১২টার দিকে দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া তিনমাথা থেকে গ্রেফতার করা হয়। বগুড়া সাইবার পুলিশের ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন জানান বগুড়া সদর থানায় ভুক্তভোগী এক নারী প্রতারক রিয়নের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পরেই সাইবার পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে। পরে গতকাল রাত ১২টার দিকে দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া তিনমাথা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি iphone s মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত ডিভা্ইস চেক করে দেখা যায় যে একাধিক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে । তাদের মধ্যে ২০ জনের অধিক মেয়ের শরীরের বিভিন্ন অংশের অশ্লীল ছবি এবং ভিডিও তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সংরক্ষিত অবস্থায় আছে। যা অনলাইন ভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে আসছিল। পরে এগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়াই ছিল তার কাজ। সনাতন চক্রবর্তী আরও জানান তার বিরুদ্ধে সদর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণসহ জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।