বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুইজন আটক

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
বগুড়া সদরের কৈচর এলাকায় গত ২১ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে আনিসুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বাবু বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আফছার আলীর ছেলে। বাবু পেশায় একজন গ্রীল মিস্ত্রি। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৪০) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৭)।খবর পেয়ে বগুড়া সদর থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং জনগণের হাতে আটক দুইজনকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান নিহত বাবুসহ তিনজন কৈচড় এলাকায় রেললাইনের পাশে বসে গল্প করছিলেন। দুপুর আড়াইটার দিকে সান্তাহার থেকে দিনাজপুরগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনটি কৈচড় এলাকায় পৌঁছালে দুই যুবক বাবুকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে দৌড় দেয়। বাবু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। দুই যুবককে দৌড়াতে দেখে স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহররম আলী জানান চার ব্যাক্তি এক সঙ্গে কৈচর থেকে কাহালু যাওয়ার সময় তাদের একজন ট্রেনে কাটা পড়ে নিহত হন। স্থানীয় কয়েক ব্যাক্তি বলছে তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রেলওয়ে পলিশের এএসআই লিপি বেগম বলেন এটি আসলে হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান প্রত্যক্ষদর্শীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.