বগুড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় এক যুবক আটক

অপরাধ

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে শহরের স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
আটককৃত যুবক জানায়, তার নাম ওবায়দুর পিতার নাম নুরুল হক বাসা উপশহরে। তারা বাবা একজন হাইওয়ে পুলিশ সদস্য।
ছিনতাইএর শিকার মাহমুদুল জানায়, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ী সোনাতলায় যাবার জন্য সে বগুড়া রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া হকার্স মার্কেট এলাকায় ওবায়দুর নামের ওই যুবকের হাতের সাথে হাত লাগে। এসময় সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আমাকে সার্চ করবে বলে। ঘটনার সময় তার সঙ্গে আরো একজন ছিলো। আমি তাকে সার্চ করতে বললে সে আমার পকেটে থাকা মোবাইল ফোন, ৩ শত টাকা ও মানিব্যাগ বের করে নেয়। এরপর হঠাৎ করেই তারা দুইজন দৌর দেয়। আমিও তাদের পিছুপিছু দৌর দেই। দৌরে প্রেসক্লাবের নির্মানাধীন ভবনের সামনে এসে আশেপাশের লোকদের সহায়তায় একজনকে ধরেফেলি। এসময় তারা আমার মোবাইল ফোনটি কাদার মধ্যে ফেলে দেয়। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাকে ধরে রাখে পরে সদর থানার এস আই নুর মোহাম্মদ এসে তাকে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.