আবু সাঈদ, বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ঘোড়াপট্রি সংগঠন কার্যালয়ে বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটি কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু। এসময় আলোচনায় অংশগ্রহন করেন সোসাইটির আব্দুল মালেক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আছলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, দপ্তর সম্পাদক শ্রী দীলিপ কুমার দাস সমর, মুরাদ মিঞা, আমীর হোসেন, আজিজুল হক, হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ প্রমূখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বগুড়ায় এলপিজি ডিপো চালুর বিষয়ে বিপিসি চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবী জানান। জেলা ভিত্তিক স্থানীয় প্রশাসন কর্তৃক এলপি গ্যাসের খুচরা মূল্য নিদ্ধারনের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে বিস্ফোরক লাইন্সেস বিহীন বগুড়ায় অবৈধ এলপি গ্যাস ব্যবসায়ীদের দোকান উচ্ছেদের বিষয়ে প্রশাসনের যথাযথ সহযোগিতা কামনা করেন।