বগুড়ায় বাল্য বিবাহ করতে যাওয়ার পথে বরসহ দুইজন আটক

অপরাধ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়া লতিফুল ইসলাম এর দিক-নির্দেশনায় কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এস আই গুলবাহার খাতুন ও এ এস আই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ে করতে যাওয়ার পথে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রাম থেকে বর লাজু প্রামানিক (১৮) ও তার পিতা সাহেব আলী (৪৫)কে আটক করে থানায় নিয়ে আসেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের সাহেব আলীর পুত্র রং মিস্ত্রী লাজু সঙ্গে বগুড়ার সোনাতলা উপজেলার তারালকান্দি (কলেজহাট) গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মিম আকতার (১১) এর বিয়ের কথা ছিল। বাল্য বিবাহের খবর পেয়ে বর ও বরের পিতাকে আটক করা হয়। পরে বাল্য বিবাহ না করার প্রতিশ্রুতি দিলে মুচলিকা লিখে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.