মতিন খন্দকার টিটু :
জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তিসহ সরকার বিরোধী গুজব ও বিভিন্ন উস্কানিমূলক পোস্ট প্রদানের অভিযোগে সাইবার পুলিশ বগুড়া ইউনিট এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আহম্মেদ সাব্বির (২৮) শাজাহানপুর থানাধীন শিয়ালচাপড় গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে যিনি মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত শাজাহানপুর উপজেলা জামাতের আমিরের দায়িত্বে ছিলেন। ২০১৩-২০১৪ সালে শাজাহানপুর থানার ঘটে যাওয়া নাশকতা ঘটনাবলীর প্রেক্ষিতে বিচারাধীন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকায় আনিসুর রহমান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মৃত্যবরণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানায় যে, সে ২০০৬ সালে শিবিরের গুরুত্বপূর্ণ “সাথী” পদ অর্জন করে । সে তার নিজস্ব ডিভাইস এর মাধমে তার নিজ নামে ফেসবুক আইডি এবং বিভিন্ন নামে একাধিক পেজ খুলে জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তি সহ সরকার বিরোধী গুজব ও বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে আসছিল বলেও সে পুলিশের কাছে স্বীকার করেছে। সাইবার পুলিশ বগুড়া কর্তৃক গ্রেফতারকৃত আহম্মেদ সাব্বিরের পরিচয় নিশ্চিত হয়ে সম্মানিত পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার মহোদয়ের নির্দেশে সাইবার পুলিশ বগুড়ার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে একটি দল গত ১৭/০৪/২০২০ তারিখ বিকাল১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শিয়ালচাপড় গ্রামে আসামী আহম্মেদ সাব্বিরের বাড়ীতে অভিযান চালায়। পরবর্তীতে আসামীর হেফাজত হইতে ০২ (দুই) টি সিমকার্ড সহ ০১(এক)টি HUAWEI nova 3i স্মার্ট মোবাইল ফোন ও আলতাফুন্নেছা খেলার মাঠ লেনের জিএস ভবনের অফিসে রক্ষিত একটি ডেক্সটপ কম্পিউটার জব্দ করা হয়। তার পরিচালিত পেজ গুলোর ব্যাপারে তদন্ত অব্যাহত আছে। এবিষয়ে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে ১০(দশ) দিনের পুলিশ রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।