মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হোন বর্ডার গার্ড গুইমারা সেক্টরের প্রতিষ্ঠা বার্ষিকীতে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

অন্যান্য

মোঃ নুরুল ওহাব,গুইমারা,খাগড়াছড়ি থেকে :
বর্ণিল আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৮ মে বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুইমারা বিজিবি সেক্টর এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রীতিভোজের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল আবদুল মালেক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন।
এ ছাড়া সিন্দুকছড়ি, রামগড়,পলাশ পুর, যামিনী পাড়া, মাটিরাঙ্গা ও লক্ষীছড়ি জোন কমান্ডারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে গুইমারা বিজিবি সেক্টরসহ বর্ডার গার্ড বাংলাদেশ পাহাড়ের সীমান্তের চোরাচালান রোধসহ সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব পালন করেছেন। তাদের এমন কার্যক্রমের প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখতে বর্ডার গার্ডের সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুইমারা সেক্টরের সকলকে শুভেচ্ছা জানান।
পরে প্রীতিভোজে অংশ নেন অতিথিগন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.