মুরাদ নূরের সুরে গাইলেন শীষকন্যা খ্যাত অবন্তী সিঁথি

বিনোদন

রিয়েল তন্ময় (বিনোদন প্রতিবেদক) :
শীষকন্যা খ্যাত সারেগামাপার জনপ্রিয় শিল্পী অবন্তী সিঁথি। গায়কি উপস্থাপনের নিজস্বতায় দুই বাংলায় বেশ প্রশংসিত। বর্তমান সময়ের তরুণ মেধাবী সুরকার মুরাদ নূর। ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি কবি ডাঃ রুখসানা পারভীন’র কথায়, মুরাদ নূরের সুরে গাইলেন শীষকন্যা খ্যাত অবন্তী সিঁথি। ‘জয়-জোসনা’ শিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

অবন্তী সিঁথি বলেন, নতুন গান রেকর্ডিং এর ক্ষেত্রে আমি বেশ খুঁতখুঁতে। আমার নিজস্বতায় না পড়লে গাইতে চাই না। ‘জয়-জোসনা’ গানটি আমার নিজস্বতা ছুঁয়েছে। কথা সুরের ভীষণ সমন্বয়। গুণ করার মতো গান। শ্রোতাদের নিশ্চয় ভালো লাগবে।

সুরকার মুরাদ নূর বলেন, অবন্তী সিঁথি গুণী শিল্পী। তাঁর রুচিশীলতায় আমি মুগ্ধ। ডাঃ রোখসানা আপার কথাগুলোকে আমি কেবল সুরের সমন্বয় করার চেষ্টা করেছি। কেমন করেছি শ্রোতারা বলবেন। আমার বিশ্বাস আমাদের ভালোবাসার মানুষরা নিরাশ হবে না।

গীতিকার রুখসানা পারভীন বলেন, অবন্তী সিঁথি মুরাদ নূর দুজনেই এই প্রজন্মে ভালো কাজ করছে। দুই বাংলায় তাঁদের সৃষ্টি গান বেশ জনপ্রিয়। ভালো লাগছে তরুণদের সৃষ্টিশীলতায় যুক্ত হতে পেরে।

ঈদুল ফিতরে জয়-জোসনা গানটি শীঘ্রই ডিজিটাল সকল প্লাটফর্মে প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.