আবদুল্লাহ আল মামুন,যশোর থেকে :
মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৫ মার্চ শনিবার সকাল ১১ টায় মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে পরিকল্পিত রাস্তা, পরিকল্পিত ড্রেন, মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রশস্তকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অবস্থান ধর্মঘটের সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু উক্ত অনুষ্ঠানে বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন মনিরামপুর বাজারের মেইন রোড সব সময় জ্যাম থাকে,যানজট থাকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মহা সড়কে আজকের বাংলাদেশ,যার ফলশ্রুতিতে বর্তমানে রাজারহাট হইতে চুকনগর পর্যন্ত চারলেনের রাস্তায় নির্মাণ কাজ চলিতেছে। মনিরামপুর বাজারের মেইন রোড ব্যতীত অন্য সকল রাস্তা প্রশস্তকরন হইয়াছে অথচ কোন্ অদৃশ্য কারণে মনিরামপুর বাজারে যেমন সরু রাস্তা তেমনই থাকিয়া গেল।আমরা যদি অন্য উপজেলার দিকে তাকায় যেমন-পাশ্ববর্তী ঝিকরগাছা বাজারের রাস্তায় দুই পার্শ্বের ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ পূর্বক চার লেনের প্রশস্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। অনুরুপ পাশ্ববর্তী উপজেলা অভয়নগরের এম রাস্তা হইয়াছে।অথচ মনিরামপুর মানুষের দীর্ঘদিনের দাবি পরিকল্পিত প্রশস্ত রাস্তা ও ড্রেন নির্মাণ সেখানে কোন রুপ পরিকল্পনা ছাড়াই ড্রেন এবং রাস্তা নির্মাণ করিয়া ঠিকাদার দায়সারা গোছের কাজ নিষ্পন্ন করিতেছে। এমতাবস্থায় মনিরামপুর বাসী মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মেইন রোড প্রশস্তকরন পানি নিষ্কাশন পরিকল্পিত ড্রেন নির্মাণের জোর দাবি জানান।