আনোয়ার হোসেন,রংপুর থেকে :
পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২১বস্তা সিমেন্ট ভাড়াটে দোকান ঘর হতে চুরি গেছে। চুরিকৃত সিমেন্ট এর মধ্যে স্থানীয় চেয়ারম্যান অভিযান চালিয়ে ১০বস্তা সিমেন্ট ঘর মালিকের বাড়ির বাথরুম থেকে উদ্ধার করেছে। সোমবার (১১এপ্রিল) দিন গত রাতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাবুল্লাপাড়া শাল্টি (চারমাথা মোড়) নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধায়নে সাবুল্লাপাড়া শাল্টিতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কর্তৃপক্ষ স্থানীয় (সাবুল্লাপাড়া শাল্টি) মৃত সেকেন্দার আলীর পুত্র সোলায়মানের একটি দোকান ঘর ভাড়া নিয়ে ১’শ১৫ বস্তা সিমেন্টসহ নির্মাণসামগ্রী রেখে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাণ শ্রমিক রাতে ঐ ঘরে প্রবেশ করে সিমেন্ট রাখার যায়গা খালি দেখতে পায়। পরে সিমেন্টের বস্তা গুণে দেখতে পায় ২৫বস্তা নেই। উল্লখ্য, ঐ দোকান ঘরের চাবিটি ঘর মালিক সোলায়মানের কাছেই রক্ষিত ছিল। বিশেষ প্রয়োজনে নির্মাণ শ্রমিক ঘর মালিকের নিকট থেকে চাবিটি নিয়ে ঘর খুলেছিলেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্কে অবগত করালে তিনি স্থানীয় লোকজনসহ ভ্যান চালক খায়রুল ইসলামের সহায়তায় সোলায়মানের বাড়ির বাথরুম থেকে ১০বস্তা সিমেন্ট উদ্ধার করে। এ সময় সোলায়মান বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাকী সিমেন্টের বস্তাগুলো উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় আক্ষেপ করে বলেন, ইউএনও এর সিমেন্ট চুরি! তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।