আনারুল ইসলাম আনোয়ার :
রংপুর পীরগন্জ থানাধীন ১০ নং শানেরহাট ইউপির রাউতপাড়া গ্রামের এমদাদুল হক ওরফে এনদা মন্ডল কাউয়াপুকুর বাজারে ৩৫ শতাংশ জমি ক্রয় করিয়া মিল চাতাল নিমার্ণ করে প্রায় ৩৪/৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন। প্রায় ২ মাস ধরে হরিরাম সাহাপুর গ্রামের গাবুর আলীর ছেলে আলাওল হক সুধা(৪০) মিল চাতালের মাঝখান দিয়ে রাস্তা নির্মানের পায়তারা করিলে এন্দা মন্ডল থানা পুলিশের সহায়তার রাস্তা নির্মানের কাজ বন্ধ করে।
পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ মন্ডল উভয় পক্ষকে তাহার অফিসে ডাকিয়া রাস্তা নির্মানের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।উক্ত নির্দেশের পর আবারো সুধা মিয়া জোর পূর্বক রাস্তা নির্মানের কাজ করতে গেলে জমির মালিক এন্দা মন্ডল বাঁধা দিলে সুধা মিয়া ও তাহার লোকজন সহ এন্দা মন্ডলকে টানা হেচড়া করিয়া মারপিট করে। পরে থানায় সংবাদ দিলে থানা পুলিশ পুনরায় রাস্তার কাজ বন্ধ করে দেন। এন্দা মন্ডল থানায় সুধা মিয়া ও তাহার সহযোগীদের বিরুদ্ধে এজাহার করিলে ওসি সরেস চন্দ্র উপজেলা ভাইস চেয়ারম্যান মিলনকে সহ এন্দা মন্ডল এর মিল চাতালে যায়। এবং ঘটনার সত্যতা পায় এবং রাস্তার কাজ বন্ধ করে দেন। তখন হইতে প্রায় ২ মাস কাজ বন্ধ থাকার পর গত ২৫/০৮/২১ তারিখ সুধামিয়া রাস্তার কাজ শুরু করিলে এন্দা মন্ডলের ছেলে রোমান ও তৌফিকুল ইসলাম রণি ও মেয়ে রেশমী খাতুন সংবাদ পাইয়া মিল চাতালে গিয়া বাধা দিলে সুধা মিয়া ও তার ১০/১২ জন লোক এন্দা মন্ডলের দুই ছেলে রোমান ও রণিকে ও মেয়েকে বেদম মারপিট করে।এন্দা মন্ডলের ছেলে ও মেয়ে পীরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হইয়া চিকিৎসা নেয়। এ বিষয়ে এন্দা মন্ডল বাদী হইয়া থানায় সুধা মিয়া ও তার ভাড়াটিয়া লোকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করে।এজাহার দেওয়ার পর সুধা মিয়া এন্দা মন্ডলের ও তার পরিবারের প্রতি প্রান নাশের হুমকী প্রদান করে। বতর্মানে এন্দা মন্ডল অসহায় জীবন যাপন করিতেছেন।