রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়লা অপসারণ বন্ধ

জেলার খবর

রংপুর প্রতিনিধি।। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাহির ও ভেতর-  ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা,ফলে ওয়ার্ডে-ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, এর মাঝেই চলছে চিকিৎসা।

সরেজমিন সূত্রে জানা যায়ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরাইজ ট্রেডার্স জেল রোড ধাপ হাজি পাড়া রংপুর।

দীর্ঘদিন ধরে র,মে,ক,হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট সেবা কাজে নিয়জিত।

প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, হাসপাতাল কতৃপক্ষ লিখিত চিঠির মাধ্যমে, ২০২৩- ২৪ অর্থ বছরে পরিস্কার পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট সেবা কাজের ০১/১০/২০২৪তারিখ থেকে বর্ণিত কাজ বন্ধ রাখার জন্য বলা হইল,পর্বতী টেন্ডার না হওয়া প্রযর্ন্ত।
( ডাঃ মোঃ জাফরুল হোসেন)  পরিচালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

এদিকে গত দুদিনে অত্র হাসপাতালে চলার মত অবস্থা নেই তীব্র দুর্গন্ধ আর ময়লা আবর্জনায় ভরে গেছে।
স্থানীয় দের দাবী অতিদ্রুত টেন্ডার ব্যবস্থা করে পরিস্কার পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট সেবা কাজে নিয়জিত করে অত্র হাসপাতাল টির সেবার মান নিশ্চিত করতে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.