রাজধানী মগ বাজারের ঘটনায় পুলিশের সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে সোমবার বিকেলে এই খবর জানানো হয়েছে।
ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের প্রধান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরীকে সদস্য সচিব করে এই কমিটিতে রাখা হয়েছে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটি-এসবির (পূর্ব) বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক ও বিস্ফোরক অধিদপ্তরের উপ প্রধান বিস্ফোরক পরিদর্শককে।
তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার কথা জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ।
সোমবার সকালে মগবাজারে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেনজীর আহমেদ এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা.সামন্ত লাল সেন জানিয়েছেন, ওই ঘটনায় দগ্ধ নয় জন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে তিন জনের শ্বাসনালী পুড়ে গেছে।
ঘটনা তদন্তে ইতোমধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.