রাজশাহীতে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ১০১৫ পিস ইয়াবা আটক ৩

অপরাধ

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে এক হাজার ১৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করে শাহমখদুম থানা পুলিশ।

তারা হলেন- নগরীর কাটাখালি থানার ইউসুফপুর টাঙ্গন ডারপাড়া এলাকার সেলিম রেজা (২৫) ও মহরম হোসেন জনি (৩২) এবং নাটোরের লালপুর উপজেলার কুজি পুকুর মধ্যপাড়ার রনি হাসান (২৮)। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নওদপাড়া আমচত্বর এলাকায় অভিযান চালান শাহমখদুম থানার এসআই নুরন্নবী হোসেন। এ সময় কাশিয়াডাঙ্গার দিক থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন ওই তিনজন। সন্দেহভাজন হিসেবে প্রথমে তাদের আটকায় পুলিশ। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর এক হাজার ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মোটসাইকেলটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.