বিশেষ প্রতিনিধি :
গতকাল ৫ অক্টোবর লালমাই উপজেলা মিলনায়তনে জেলা তথ্য অফিস, কুমিল্লা’র উদ্যােগে শিশু ও নারী উন্নয়নে সচেতনমুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে স্যানিটেশন, পরিবেশ, জম্মনিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, বাল্যবিবাহ ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনু্ষ্ঠিত।
অনুষ্ঠানে লালমাই উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লা’র উপ-পরিচালক (উপসচিব) মো: শওকত ওসমান। এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, কুমিল্লা তথ্য অফিসের সিনিয়র অফিসার মোহাম্মদ নুরুল হক, উপজেলার ২০ শয্যা হাসপাতালের আরএমও রওনক জাহান, লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুুমদার, সাধারন সম্পাদক মো: কামাল হোসেন ও অর্থ সম্পাদক প্রদীপ মজুুমদার, জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: লোকমান হোসেন, পেরুল উত্তর এর চেয়ারম্যান মো: আবুল বাশার, বেলঘর দক্ষিণ এর চেয়ারম্যান আবদুল মান্নান মনু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগণ প্রমূখ।