শেখ হাসিনার পুত্র জয়কে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আঃলীগ

রাজনীতি

বিশেষ রিপোর্ট :
দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামীলীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। গোপন বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামীলীগের কেন্দ্রীয় একটি অংশের সংস্কার পন্থীদের অপছন্দের তালিকায় ছিলেন শেখ হাসিনা পুত্র জয়। দেশের রাজনীতিতে নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ ঘনিষ্ঠতা ছিলোনা এবং গত আওয়ামী সরকারের সময়ে নানান অভিযোগে কারণে এখনো তাকে নিয়ে বিতর্ক চলমান।

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন জয়। এবং কি দলের নেতাকর্মীদের নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন সজীব ওয়াজেদ জয়। তার এমন আচরণে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তাকে নিয়ে দেশ জুড়ে সমালোচনা ঝড় উঠে। দলীয় গোপন সূত্র মতে জানা যায়,বহু বিতর্ক আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের ক্লান্তি লগ্নে ৪৪ বছর ধরে দলটির নেতৃত্ব দেওয়া হাসিনা দলের ভবিষ্যতের কথা চিন্তা করে এবার দলের কান্ডারী হিসেবে নিজের পুত্রের হাতে নির্বাহী ক্ষমতা দেওয়ার পথে।

দীর্ঘ ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় এই দলটি এখন চরম নেতৃত্ব সংকটে ভুগছে। পাশাপাশি ক্ষমতা ধরে রাখার জন্য গত জুলাই আগস্টের গণহত্যার দায়ে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.