সরকারের ব্যর্থতায় জীবন-জীবিকা আজ স্তব্ধ: বাবলু

রাজনীতি

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সরকারের ব্যর্থতার জন্য জীবন-জীবিকা আজ স্তব্ধ হয়ে পড়েছে। সরকারের অপরিকল্পিত নীতির কারণে পুরো জাতিকে আজ খেসারত দিতে হচ্ছে। নি¤œ আয় থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের জীবিকা আজ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার বলছে- আমরা করোনার চেয়েও শক্তিশালী। ইউরোপ, আমেরিকা এমনকি ভারতেও যেখানে লকডাউন প্রত্যাহার করে জনজীবন আজ প্রায় স্বাভাবিক, জীবিকা চলমান। অথচ, সেখানে আমাদের জীবন আজ শঙ্কার মুখে। আমাদের বন্ধ করতে হয় জীবিকার সব পথ। এটা সরকারের দুরদর্শিতার অভাব।
আমরা কঠিন সময়ের মধ্যে দিনাতিপাত করছি।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ৩ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছে। তাও অনেকের ভাগ্যে এখনও জোটেনি টিকার দ্বিতীয় ডোজ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, মাহমুদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.