সাতক্ষীরা শ্যামনগরে বেঁড়ী বাঁধ সংস্কারে শ্রমিকদের উৎসাহ দিতে কাজ করলেন এমপি জগলুল

অন্যান্য

রাফসান লাবিব সিয়াম :
সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী দূর্গাবাটি ও পদ্মপুকুরের খুটিকাটা এলাকায় নদীতে অস্বাভাবিক জোয়ারের কারনে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। চলছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেঁড়ী বাঁধ সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানা গেছে শ্যামনগরের দুই ইউনিয়ানের বেঁড়ী বাঁধের ৪ টি স্থানের ৭৫০ ফুটের অধিক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙ্গনে মাটি দেওয়ার জন্য জিও ব্যাগ সহ প্রয়োজনীয় সামগ্রিক প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি শ্রমিকদের সাথে কাজ করে উৎসাহ প্রদান করেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, বুড়িগোয়ালীনি ইউপির চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ইউপি সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে ভাঙ্গনে মাটি দেয়ার কাজ চলছে। স্থানীয়রা জানান গত দুইদিন আগে অস্বাভাবিকভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক ভাবে তিনটে স্থানে মাটি বসে যে ফাটল দেখা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটি দেওয়ার কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম অব্যাহত আছে, সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.