অনলাইন ডেস্ক :
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ প্রতিরোধসহ নিরাপদে এলপি গ্যাস সিলিন্ডার, সিএনজি সিলিন্ডারসহ যেকোনো গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। এলপি গ্যাস ব্যবহারে অদক্ষতা এবং অসচেতনতার কারণে সংঘটিত বিষ্ফোরণে এ পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সংসদে ওয়ার্কার্স পার্টির সাংসদ লুৎফুন নেসা খানের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা সুষ্ঠুভাবে পরিচালন করা হচ্ছে কী না, যাচাইয়ের জন্য সিলিন্ডার মজুত প্রাঙ্গণ, সিলিন্ডার পরীক্ষা কেন্দ্র নিয়মিতভাবে পরিদর্শন করা হচ্ছে। উক্ত বিধি বিধানসমূহ সুষ্ঠুভাবে পরিচালন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।