ডেস্ক রিপোর্ট :
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি ভালো।
আজ শনিবার দুপুরের দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক তাকে দুই দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হাসপাতালে থেকে সিটি নির্বাচনের খোঁজখবর নিচ্ছেন তিনি। দায়িত্বরত নেতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।
গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।